হবু বউয়ের প্রতি আমার খোলা চিঠি।
বউ তুমি কত সুতো নিয়ে আকাশে ঘুরে বেড়াচ্ছো???অামি বিশটি বছর ধরে নাটাই হাতে টানছি তোমার অস্তিত্ব খোঁজে পাইনা।নাকি সুঁতো কেটে দূর অজনায় চলে গেছো বাতাসে ভেসে?সে তুমি যেই হও না কেনো অামার জীবনে বিবাহ থাকলে তুমি ফিরে অাসবেই অাসবে।
জানো??তোমায় নিয়ে অামার অনেকগুলো স্বপ্ন।তোমাকে ঘিরে স্বপ্ন,অাশা,অকাঙ্ক্ষা।তুমি যখন অামার বউ হবে পৃথিবীতে সুন্দরী বলতে কিছুই থাকবেনা শুধু তুমিই হবে সুন্দরী।অামার সব ভালোলাগা,ভালোবাসা সব তোমাকে ঘিরেই থাকবে।অামার নজর যদি তুমি বিনা অন্য কারো প্রতি যায় ইচ্ছেমত বকে দিও।অামি ক্ষমা চেয়ে তোমার বুকের পাজোঁরে মাথা নত করে পড়ে থাকবো।তুমি অামায় হাত বুলাতে বুলাতে তোমার কোলেই ঘুম পাড়িয়ে দিবে।
বাসর রাতেই তুমি লিখে দিও কি খেতে অপছন্দ করো?কারন সকালে যদি সেটাই রান্না করা হয় তুমি না খেয়ে থাকবে তা চাইনা।অামার প্রিয় খাবার যদি তোমার অপছন্দের তালিকায় পড়ে অামি ভুলে যাবো সে খাবারের স্বাদ।কারন তোমাকে ছাড়া কিছুই একা খেতে চাইনা।
ভোর বেলায় উষ্ণ চুমোতে মসজিদে পাঠাবে অামি ফিরে এসে দেখবো তুমি কোরঅান হাতে নিয়ে অামার অপেক্ষায় বসে অাছো।অামি অার তুমি কাছাকাছি বসে কোরঅান তিলাওয়াত করবো।তারপর শিশির ভেজা ঘাসের উপর খালি পায়ে হেটে হেটে মুগ্ধ হবো প্রাকৃতিক বাসতের ছোঁয়ায়।যখন পূর্বদিকে সূর্যমামা উদয় হবে নীড়ে ফিরে এসে একসাথে চা বানিয়ে খাবো।
অামাদের খাবারের প্লেট থাকবে একটা।অামি তোমাকে,তুমি অামাকে খাইয়ে দিবে।আমি মাঝে মাঝে বায়না ধরবো খাবোনা,তুমি জোর করে কাছে বসিয়ে খাইয়ে দিবে।খাবার শেষে তোমার অাঁচলে মুখ মুছে দিতে ভুলে যেওনা।
মাঝরাতে ঘুম ভাঙ্গিয়ে দীঘির জলে অামার কোলের উপর বসিয়ে জ্যোৎস্না দেখবো।মাঝে মাঝে মেঘ এসে অামাদের ঢেকে দেবে অাঁধারে।তুমি যখন ক্লান্ত হয়ে অামার কোলের উপর ঢলে পড়বে তখন অামার বুকের মধ্যেই শান্তপরশে ঘুম পাড়িয়ে দেবো।ঘুমাবে????
শুধু এক যায়গায় বারণ করবো ভারতীয় কোন সিরিয়াল তোমাকে স্পর্শ করতে দেবোনা।ভালবাসার নীড়ে একমাত্র তাহসান অার নীরবের ভালবাসার নাটক থাকবে।মাঝে মাঝে বস মোশাররফের নাটক নিয়ে অানন্দে মেতে উঠবো।তোমার নিকট সবিনয় নিবেদন ঐসব সিরিয়ল দেখতে অনুরোধ করোনা প্লিজ!!
কোন এক রাতে বাসায় ফিরে এসে দেখবো তুমি সেজেগুজে বসে অাছো অামার অপেক্ষায়।তুমি জড়িয়ে অাদর করে বলবে চল অাজ কোন এক ফর্স্টফুডে খাবো। pizza burger shawarma tandori,tikka,kabab,griller সব থাকবে খাবার মেনোতে।তোমার কোল্ড ড্রিংকটায় অামার চলবে কারণ সেটাতে তোমার ঠোটের অালতো ছোঁয়া থাকবে।তোমার জমিয়ে রাখা টাকা থেকে বিলটা দিও।এতে অামি অারও ভালোবাসতে শিখবো তোমাকে।
পড়তে চাইলে কিংবা চাকুরী করতে চাইলে বাঁধা দিবোনা তোমায়।সাপ্তাহের ছুটির দিনে অামি তোমাকে রাঁন্না করে খাওয়াবো। অামি তো অার তোমাকে বুয়া হিসেবে বিয়ে করবোনা??অামার কাঁপড়গুলো অামিই ওয়াশ করবো।তুমি বেশি ক্লান্ত হয়ে গেলে অামিই অাইরন করে দিবো তোমার কলেজ কিংবা অফিসের ড্রেস।ফেমিলির সব কাজ মিলে মিশেই করবো।এটা সুন্নত,এতে তুমি অামায় অারো বেশি ভালবাসবে।
বৎসরে একটা ট্যুর হবে।যেখানে সমাজ থাকবেনা।অামরাই হব সমাজ।তোমার অামার একান্ত অাপন পিকগুলো ড্রফবক্সে জমা রাখবো।মন চাইলে বের করে দেখবো।ফেইজবুক কিংবা টুইটারে কখনই শেয়ার করবো না।ফেইজবুকের ভার্চুয়াল পেইজে তোমাকে যখন কেউ নাইচ কিংবা হেব্বি জুস বলবে অামার জেলাস হবে।তোমার পবিত্র রূপ একমাত্র অামিই অনুভব করবো।
মাঝে মাঝে বিকেল বেলা ফুসকা খাওয়তে মকশ বিলে নিয়ে যাবো।অালোঅাঁধার সন্ধ্যাবেলায় তোমাকে নিয়ে নৌকায় ঘুরে বেড়াবো।কখনো নিঁশি রাত করে তোমায় ছেড়ে থাকবোনা।শীতের রাতে এক কাঁপ কফিতেই অাড্ডা হবে।
বিবাহ বার্ষিকীতে কেন্ডল জ্বালিয়ে সারা রাত জেগে থাকবো।চোখের পাতায় ঘুম থাকবেনা,থাকবে শুধু ভালবাসা।মেলুডি সং অামার খুব পছন্দ।তাই অরজিৎ সিং কিংবা সুনোনিগমের অথবা শ্রেয়া ঘোষালের একটা গান চলবে।নীরব গানে যখন তুমিও নীরব হয়ে যাবে তখন আমি উষ্ণ অালিঙ্গনে মাতাল করে দিবো তোমাকে।
অারো অসংখ রোমান্টিক থাকবে অামাদের জীবনে।রোমান্টিকতার জন্য উপমা হিসেবে কোন এক উপন্যাসে স্থান পাবে অামাদের জীবনী।
অামাদের স্বজনদের অামরা খুব ভালবাসবো।ওরা কি সব সময় অাসবে??অামাদের না থাকলেও বোঝতে দেবোনা।সাধ্যের বাহিরে গিয়েও চেষ্টা করবো ভাল অাপ্যায়ন করতে।তোমার মাঝে হিংসা অাসলে অামি মেনে নিতে পারবোনা।তাই বলছি অামার স্বজনদের অামার মত করেই ভালবাসতে শিখবে তুমি।অামার বাবা,মা অামাদের ঘরেই থাকবে।অামরাই যত্ন করবো,অামরাই খাওয়াবো।
তুমি কি সত্যিই অামার মত করে ভালবাসবে?নাকি এটা আমার শুধুই কল্পনা?........................................
তোমার ফিল কেমন??