Thursday, November 5, 2020

" ষড়ঋতুর প্রেম " কবিতা

  " ষড়ঋতুর প্রেম "

শিশির রায়
তাং___/২৮/০৬/২০ইং।
--------------------------------


তুমি আমার গ্রীষ্মকালের,
কাক ডাকা দুপুর।

তুমি আমার বর্ষাকালের,
রিমঝিম বৃষ্টির সুর।

তুমি আমার শরৎকালের,
নীল রঙ্গের আকাশ।

তুমি আমার হেমন্তকালের,
হালকা শীতের আভাস।

তুমি আমার শীতকালের,
কুয়াশা ঘেরা ভোর।

তুমি আমার বসন্তকালের,
কোকিলের মধুর সুর।