আজো মনে পড়ে
সেই স্মৃতিময় শৈশবের কথা
এখনও আছে সব মনে গাঁথা।
হৈ হুল্লোড়ের মাঝে থাকতাম সদা,
খেলেছি কত খেলা
সেটাই ছিল গোধূলি বেলা।
গ্রীষ্মের প্রখর রৌদ্রে,
নদীতে দিয়েছি ঝাঁপ
নদীর বারিতে প্রায়ক্ষণই দিয়েছি লাফ।
প্রবল বাতাসে উড়িয়েছি,
কত রঙ বেরঙের ঘুড়ি।
দুষ্টুর ছলে পুকুর পাড়ের ছুড়েছি কত নুড়ি।
গোধূলীতে মেখেছি কত -
নানা সাজ সেজে।
কিছু না হতেই ঢলে পড়তাম
সঙ্গী তো ঘরের মেঝে।
মার্বেল নিয়ে ছিল যত কাড়াকাড়ি
হঠাৎ যদি ঝগড়া লাগতো
করতাম মারামারি।
সেই স্মৃতিময় শৈশবের কথা
এখনও আছে সব মনে গাঁথা।
হৈ হুল্লোড়ের মাঝে থাকতাম সদা,
খেলেছি কত খেলা
সেটাই ছিল গোধূলি বেলা।
গ্রীষ্মের প্রখর রৌদ্রে,
নদীতে দিয়েছি ঝাঁপ
নদীর বারিতে প্রায়ক্ষণই দিয়েছি লাফ।
প্রবল বাতাসে উড়িয়েছি,
কত রঙ বেরঙের ঘুড়ি।
দুষ্টুর ছলে পুকুর পাড়ের ছুড়েছি কত নুড়ি।
গোধূলীতে মেখেছি কত -
নানা সাজ সেজে।
কিছু না হতেই ঢলে পড়তাম
সঙ্গী তো ঘরের মেঝে।
মার্বেল নিয়ে ছিল যত কাড়াকাড়ি
হঠাৎ যদি ঝগড়া লাগতো
করতাম মারামারি।
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
লিং ১২.০৭.২০ ইং
🕛সময়ঃ ৮.৩০ মিনিট
🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵
লিং ১২.০৭.২০ ইং
🕛সময়ঃ ৮.৩০ মিনিট
🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵