নূর
.........
তারা দুনিয়ায় আসে
অতি গল্প সময় নিয়ে আসে
তারা ভালোবাসতে আসে
সীমাহীন ভালোবেসে কাঁদাতে আসে।
অতি গল্প সময় নিয়ে আসে
তারা ভালোবাসতে আসে
সীমাহীন ভালোবেসে কাঁদাতে আসে।
তারা মানুষ ঘরের নয়
তারা আগন্তুক, মেহমান
অবেলায় সম্পর্ক ছিন্ন করে
একা একা পালিয়ে বাঁচে,
তারা মানুষকে কাঁদাতে আসে
সীমাহীন ভালোবেসে কাঁদাতে আসে।
তারা আগন্তুক, মেহমান
অবেলায় সম্পর্ক ছিন্ন করে
একা একা পালিয়ে বাঁচে,
তারা মানুষকে কাঁদাতে আসে
সীমাহীন ভালোবেসে কাঁদাতে আসে।
তারা মায়া জানে
তারা সম্মোহনী জাদুকর,
ঠোঁটের রেখায় হাসির টানে
চোখের দারুণ জাদুর জোরে
তাদের ভালোবাসতে বাধ্য করে,
তাদের ভালোবাসতে হয়, কারণ তারা
সীমাহীন ভালোবেসে কাঁদাতে আসে।
তারা সম্মোহনী জাদুকর,
ঠোঁটের রেখায় হাসির টানে
চোখের দারুণ জাদুর জোরে
তাদের ভালোবাসতে বাধ্য করে,
তাদের ভালোবাসতে হয়, কারণ তারা
সীমাহীন ভালোবেসে কাঁদাতে আসে।
তারা নিষ্ঠুর অতি
জীবনের ওপারে দাঁড়িয়ে
আমাদের কষ্টে মুখ টিপে হাসে,
তারা কঠিন অতি
ছলায় কলায় খুবই পটু
তারা হৃদয় ক্ষতবিক্ষত করার জম
তারা ভালোবেসে শাস্তি দিতে জানে
তারা সীমাহীন ভালোবেসে কাঁদাতে আসে।
জীবনের ওপারে দাঁড়িয়ে
আমাদের কষ্টে মুখ টিপে হাসে,
তারা কঠিন অতি
ছলায় কলায় খুবই পটু
তারা হৃদয় ক্ষতবিক্ষত করার জম
তারা ভালোবেসে শাস্তি দিতে জানে
তারা সীমাহীন ভালোবেসে কাঁদাতে আসে।
নূরের জীবন গেছে নিভে।
নিভিয়ে গেছে আমাদের সকল আলো,
আমাদের সকল হাসি, সকল কথা
কেড়ে নিয়ে গেছে চলে।
নিভিয়ে গেছে আমাদের সকল আলো,
আমাদের সকল হাসি, সকল কথা
কেড়ে নিয়ে গেছে চলে।
নূর ভালোবেসে কাঁদিয়ে গেল,
নূর তাদেরই একজন
যারা ভালোবাসে সীমাহীন কাঁদাতে আসে।