কদিন বাদে বন্যা হবে
............... ...............
মাসুদ আলম
............... ...............
কদিন বাদে বন্যা হবে
নদীর পানি ছুটবে কলকল,
ঘরের দাওয়ায় মাছ আসবে
হাতের কাছে ফুটবে শতদল।
নদীর পানি ছুটবে কলকল,
ঘরের দাওয়ায় মাছ আসবে
হাতের কাছে ফুটবে শতদল।
কোড়া পাখি ডাকবে অথৈ জলে
ব্যাঙের সাথে করতে চতুর ভাব,
পিপীলিকার বাসা যাবে ভেসে
থাকবে না আর চরণ তলের ছাপ।
ব্যাঙের সাথে করতে চতুর ভাব,
পিপীলিকার বাসা যাবে ভেসে
থাকবে না আর চরণ তলের ছাপ।
কদিন বাদেই বন্যা হবে
গরুর পালে উঠবে হাহাকার,
কদিন বাদেই ছুটবে মানুষ
বাড়ি নিয়ে নৌকা সারে সার।
গরুর পালে উঠবে হাহাকার,
কদিন বাদেই ছুটবে মানুষ
বাড়ি নিয়ে নৌকা সারে সার।
বালু চরের মেয়াদ হচ্ছে শেষ
ধপাস করে ভাঙছে চরের চাপ,
আকাশ জোড়া ঝাকড়া মেঘের দল
কেশ এলায়ে দিচ্ছে অভিশাপ।
ধপাস করে ভাঙছে চরের চাপ,
আকাশ জোড়া ঝাকড়া মেঘের দল
কেশ এলায়ে দিচ্ছে অভিশাপ।
কদিন বাদেই পানি আসবে
আসবে সাথে নতুন মাছের ঝাঁক,
কদিন বাদেই উছলে যাবে
নোয়ারপাড়ার যমুনা চরের বাঁক।
আসবে সাথে নতুন মাছের ঝাঁক,
কদিন বাদেই উছলে যাবে
নোয়ারপাড়ার যমুনা চরের বাঁক।