Saturday, July 11, 2020

আমার স্বপ্নগুলো

আমার স্বপ্নগুলো

...............
                                         মাসুদ আলম কাব্য

.....................


স্বপ্নগুলো এমনই, হঠাৎ ঝড়ের মত
সবকিছু এলোমেলো করে পালায়
দুচোখের কেড়ে নিয়ে ঘুম,

স্বপ্নগুলো এমনই,নির্মল মনের তোরঙ্গে
অবেলায় অসময়ের রসদ দিয়ে তুলে
পালায় খিড়কি দিয়ে।

স্বপ্নগুলো এমনই, চৈত্রে ফাটা মনে
বুলিয়ে দিয়ে আষাঢ়ের মদমত্ততা
বানের তোড়ে ভাসিয়ে নেয় সব,

স্বপ্নগুলো এমনই, শরতের কাশফুল
ভেজা মাটির সোদা গন্ধে শিশিরের জল
হয়ে ভেজানো দু'পা।

স্বপ্নগুলো এমনই, শীতের রুক্ষতায় ছোঁয়ানো
কোমল উষ্ণ পরশ মাখা প্রেয়সীর ঠোঁট
সুখদ জলজে ফোটা,

স্বপ্নগুলো এমনই, যৌবনে কালবৈশাখী ঝড়ে
তুলোর মত উড়িয়ে নেয়া ভয় ডরের বোঝা
এক দুঃসাহসী নাবিক।

এই আমি স্বপ্ন দেখি, চকিতে উঠি জেগে
এই আমি স্বপ্ন দেখে রাত কাটাই জেগে
আমার অযুত খণ্ডিত মন,

বিদীর্ণ শত আয়নায় দেখা শত শত সুখ
নদীর ভাঙ্গনের মত ভেঙ্গে ভেসে চলে যায়
ভালোবেসে কষ্টগুলো স্বপ্ন হয়ে আসে...
আমি শুধু স্বপ্ন দেখে যাই।