সিগারেট খাও?
-------------------------
মাসুদ আলম কাব্য
সিগারেট খাও?
না, বিড়ি খাই।
কোন ব্রান্ড?
বেরান্ড!
কোন কোম্পানী?
সুরুজ বিড়ি।
সিগারেট খাও না কেন?
দাম মেলা, এক মুঠা সেরকেটের দামে দশ মুঠা বিড়ি পাওন যায়।
বাহ, মিতব্যয়ী লোক!
সেইটা কী?
হিসেব করে চলা লোক।
ওহ!
আপনে সেরকেট খান?
হুমমম, নিয়ে খাবে একটা?
না, থাইক। ঘোল খাওয়া মুহে দুধ ভালো নাইগবো না।