Sunday, July 12, 2020

ইদানিং যেমন আছি

ইদানিং যেমন আছি
.......................….....
মাসুদ আলম কাব্য
..............................



ইদানিং দিনগুলো খুব ভালো কাটছে
এমনটা বলা যায় না,
হাসি মুখে স্রোতের মত দিনগুলো যাচ্ছে
তবে চোখের নিচে কালি জমছে ক্রমে!

ইদানিং চোখদুটো খুব বৃষ্টি ঝড়াতে চায়
কপোলের কালি মুছে দিতে চায়,
শূন্যে দৃষ্টি মেলে কাঠগোলাপ গাছের
হারানো যৌবন খুঁজে বেড়ায়।

টবের জবার গাছটা বড় অভিমানী
আমার যত্ন না পেয়ে মরেই গেল,
বুঝলো না,
এই আমি কতটা যত্নহীন বেঁচে আছি!

ইদানিং শীতের ছোঁয়ায় আমি নাকাল
গরম পানিও প্রতারণা করছে,
রাত বাড়লেই বাড়ছে শ্বাসের টান
এই আমি কতটা যত্নহীন বেঁচে আছি!

কংক্রিটের দেয়ালে দেয়ালে শ্যাওলা জমেছে
হৃষ্টপুষ্ট হচ্ছে একটি অশত্থের চাড়া,
জীবনহীন বস্তু গাছের ত্রাণকর্তা হচ্ছে
এই আমি কতটা যত্নহীন বেঁচে আছি!

ইদানিং হেঁটে বেড়াচ্ছি খুব, জনসমাগমে
কত শত মানুষ দেখি অবাক চোখে!
পেঁয়াজের জন্য কত মায়া মমতা,
এই আমি যত্নহীন বেঁচে আছি!