কতটুকু ভাব আর কথার বুনটে ধরা দেয়,
যতটুকু দেয় তার চেয়ে বেশি
অধরাই থেকে যায় কথার আড়ালে,
না বাড়ালে মন
থেকে যায় তারা জলের গাম্ভীর্যে,
আলোর ঔদাস্যে,
নীরব কথকতায়—
নিথর অভিমানে
অনাক্ষরিক বিন্যাসে।
যতটুকু দেয় তার চেয়ে বেশি
অধরাই থেকে যায় কথার আড়ালে,
না বাড়ালে মন
থেকে যায় তারা জলের গাম্ভীর্যে,
আলোর ঔদাস্যে,
নীরব কথকতায়—
নিথর অভিমানে
অনাক্ষরিক বিন্যাসে।
যত মনখারাপি ঝেঁপে আসে
হঠাৎ বৃষ্টির মত,
যত টন টনে ব্যথা
বিস্মৃতির মত
কেঁপে কেঁপে যায় মনের অতলে।
অক্ষর-বিবক্ষা পরাজয় মানে
বিবিক্ষু ভাবের কাছে।
হঠাৎ বৃষ্টির মত,
যত টন টনে ব্যথা
বিস্মৃতির মত
কেঁপে কেঁপে যায় মনের অতলে।
অক্ষর-বিবক্ষা পরাজয় মানে
বিবিক্ষু ভাবের কাছে।
অক্ষরের ঝাঁপি খুলে অবাক বিস্ময়ে দেখি
অক্ষর পেরিয়ে
নিরক্ষর ভাবের জগতে
হিরণ্ময় কথাশিল্প,
মরমিয়া সহজিয়া—একান্ত আপন।
অক্ষর পেরিয়ে
নিরক্ষর ভাবের জগতে
হিরণ্ময় কথাশিল্প,
মরমিয়া সহজিয়া—একান্ত আপন।