Monday, July 27, 2020

মাটির মায়া - মাসুদ আলম

মাটির মায়া
...................
মাসুদ আলম
......................

খোলা জানালায় নীল রঙের খেলা
তুমি স্বপ্নিল গাঙে ভাসিয়ে ভেলা,
তুমি চলে গেছ,অতি-দূর, দূর বহু দূর
আমার সাধের স্বপ্ন ভেঙে করে চুর্চুর।

তুমি কোন অজানা দেশে বেধেছ বাসা?
নবরূপে দানিছ কাকে,তোমার ভালবাসা?
ভালবাসার ভাণ্ডার তব, জানি অফুরাণ
তার থেকে আমিই পাইনি,কোনো অনুদান।

বাসা যদি বেধেছ তুমি, বাধিও সুখের
তারা এনে সাজিও ঘর,ঐ দূর নীলের,
জোনাকির আলো দিয়ে করে ঝারবাতি
চির-সুখে কাটিয়ে দিও, নির্মল রাতি।

আমি একা এই দেশে, চাঁদের ছায়ায়,
পড়ে রব একা একা, মাটির মায়ায়।
রচনাকালঃ ৩০-০৫-২০১৮