শিরোনামহীন
............... .........
মাসুদ আলম
............... .........
পেরিয়ে যাব ডুবজলশুভ্রতম সমতল,
ছাড়িয়ে যাব সীমানা
দূর নীলাচল।
চলে যাব, মম নিবিড় চঞ্চলতা ছেড়ে
প্রগাঢ় মূক আর স্তব্ধতা নিয়ে বুকে
হাঁটু জলে ভেসে যাবে গলিত আমার শব
মুছে যাক, ক্ষয়ে যাক জীবনের কলরব।
বহুদিন বাদে ফের উঁচু করে শিরদাঁড়া
বিস্মৃত মৃত স্মৃতির স্তুপে দিয়ে নাড়া,
সামনে এসে দাঁড়াও যদি শ্যামাঙ্গীনী
সোজা অস্বীকার, তোমাকে কখনো চিনিনি।
বিস্মৃত মৃত স্মৃতির স্তুপে দিয়ে নাড়া,
সামনে এসে দাঁড়াও যদি শ্যামাঙ্গীনী
সোজা অস্বীকার, তোমাকে কখনো চিনিনি।
আমার মৃত্যুর হয়েছে অনাদিকাল
স্বপ্ন মুকুরে ভ্রষ্ট নবীন কাল,
দূরতম দুরাশাতেও নেই আমার নাগাল
তুমি তুষ্ট থেকো চিরকাল চিরকাল।
স্বপ্ন মুকুরে ভ্রষ্ট নবীন কাল,
দূরতম দুরাশাতেও নেই আমার নাগাল
তুমি তুষ্ট থেকো চিরকাল চিরকাল।
অবেলার কালস্রোতে ভাসিয়ে তনু বৃথা
কাল সলীলে আমায় কোরো না সন্ধান,
আমার জীবাশ্মেও এখন আমি নেই
আমি নেই, তব চিন্তার পরিমণ্ডলেও নেই।
কাল সলীলে আমায় কোরো না সন্ধান,
আমার জীবাশ্মেও এখন আমি নেই
আমি নেই, তব চিন্তার পরিমণ্ডলেও নেই।