Sunday, July 12, 2020

তবুও এসো


তবুও এসো....................
মাসুদ আলম কাব্য
.............................


আজ এই শেষ বৃষ্টিতে ভিজে তুমি এলে না,
আমি একা একা শীতল হাওয়ায় বসে ছিলাম।
তুমি খুব ভিজতে ভালোবাসো, আমি সেই আশাতেই
পথের দিকে তাকিয়ে ছিলাম। দেবদারুর পাতা চুয়ে
বৃষ্টির শেষ ফোঁটাটিও ঝরে গেল,
আমি বসেই ছিলাম.…তুমি এলে না।

আর হয়ত এবছর বৃষ্টি হবে না
বৃষ্টিতে দৃষ্টি মেলা হবে না
বৃষ্টির দিকে তাকিয়ে তোমার আশায় থাকা হবে না
হলুদ সালোয়ারে সফেদ ওড়না উড়িয়ে
পাখির মত তুমি আর আসবে না।
আজকের বৃষ্টিতে সব চিহ্ন ধুয়ে গেছে
মুছে গেছে ঘাস থেকে তোমার ছোঁয়া
কাঠগোলাপ শেষ হয়ে গেছে
বৃষ্টির ফোঁটায় আহত হয়েছে শিউলি।

আসছে শীতে কুয়াশা জড়িয়ে আবার
শিউলি হাতে আমি দাঁড়িয়ে রব,
তুমি সাজি ভরে শিউলি নিও
শুধু আমায় দিও একটু উষ্ণতা
তবুও এসো।